Home » Domain » অনলাইনে ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করার উপায়

অনলাইনে ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করার উপায়

কিভাবে নতুন ডট বিডি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন ?

ধাপ ১ঃ

এখানে ক্লিক করে অথবা আমাদের কাছ থেকে কিনতে চাইলে এখানে ক্লিক করুন। আপনার পছন্দের ডোমেইন লিখে সার্চ করুন। প্রথম অংশ লিখে ডট লিখলে TLD(com,net,org) সিলেক্ট করার অপশন আসবে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় TLD সিলেক্ট করলেই সার্চ কাজ করবে এবং যদি ডোমেইন টা রেজিস্ট্রেশনের জন্য খালি থাকে তাহলে নিচের ছবির মত মেসেজ দেখাবে।

1

ধাপ ২ঃ 

এখন ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে চাইলে Register Now বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ

পরবর্তী পেজগুলোতে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে শেষ পেজ পর্যন্ত যান এবং সাবমিট করুন। সব ইনফরমেশন বিশেষ করে ইমেইল এড্রেস এবং পার্সোনাল ইনফরমেশন সঠিক দিন, কারন ইমেইলেই আপনার লগিন ডিটেইলস এবং পরবর্তী নির্দেশনা যাবে।

ধাপ ৪ঃ

ফর্ম সাবমিট করা হলে সাথে সাথেই একটি কনফার্মেশন ইমেইল পাবেন যেখানে আপনার লগিন করার করার জন্য ইউজারনেম, পাসওয়ার্ড ও থাকবে।

ধাপ ৫ঃ

এবার অপেক্ষা করুন, আপনার ডোমেইন রিকোয়েস্ট ম্যানুয়ালি চেক করে এপ্রুভ করবে বিটিসিএল। এপ্রুভ হলে একটি ইমেইল পাবেন পেমেন্ট করার নির্দেশনা সহ। টেলিটক মোবাইল দিয়ে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার জন্য ১৫ দিন সময় থাকে, ঐ ১৫ দিনে অন্য কেউ একই ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেনা।

ধাপ ৬ঃ

পেমেন্ট করার জন্য BTCL DotBDCustomerID লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে, ফিরতি এসএমএসে একটি পিন নাম্বার সহ কনফার্মেশন চাওয়া হবে। সেই এসএমএস এর নির্দেশনা অনুযায়ী আরেকটি এসএমএস করলেই টাকা কেটে নেয়া হবে মোবাইল থেকে।

এসএমএসের ফর্ম্যাট সম্পর্কে কেউ কেউ কনফিউশনে পড়তে পারেন, তাদের জন্য সঠিক ফরম্যাট হবেঃ ধরুন আপনার কাস্টমার আইডি 1009875, সেক্ষেত্রে এসএমএস এর ফর্ম্যাটঃ

BTCL 1009875

পেমেন্ট সম্পন্ন হবার পর ডোমেইন স্বয়ংক্রীয় ভাবে সক্রিয় হয়ে যাবে এবং আপনি কন্ট্রোল প্যানেল এ লগিন করে নেমসার্ভার এবং অন্যান্য ইনফরমেশন আপডেট করতে পারবেন।

কিভাবে আগের রেজিস্ট্রেশন করা ডট বিডি ডোমেইন রিনিউ বা ইনফরমেশন আপডেট করবেন ?

আগের রেজিস্ট্রেশন করা ডোমেইনসমহের ইনফরমেশন নতুন কন্ট্রোল প্যানেলের ডাটাবেসে দেয়া আছে। অর্থাৎ আপনি চাইলে লগিন করে আগের রেজিস্ট্রেশন করা ডোমেইন এর ইনফরমেশন ও আপডেট করতে পারবেন।

তার জন্য ঐ ডোমেইন রেজিস্ট্রেশন এর সময় ব্যবহৃত ইমেইল এর প্রয়োজন হবে।

ধাপ ১ঃ

এখানে ক্লিক করে বিটিসিএল এর ডোমেইন রেজিস্ট্রেশন প্যানেলে যান।

একদম উপরে ডানপাশের কর্ণার থেকে Sign In এ ক্লিক করুন।

নতুন পপয়াপ থেকে Forgot Password এ ক্লিক করুন।

নতুন পেইজে ডোমেইন এর নাম দিন এবং Reset Password বাটনে ক্লিক করুন।

আপনার ইমেইল চলে যাবে পাসওয়ার্ড রিসেট করার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে ফেলুন।

ধাপ ২ঃ

পাসওয়ার্ড রিসেট হবার পর আবার ধাপ ১ এর মত Sign In এ ক্লিক করুন।

ইউজারনেম ফিল্ডে আপনার ডোমেইন এর নাম দিন মাঝের ডট এবং শেষের bd বাদ দিয়ে। যেমন –

আপনার ডোমেইন যদি হয় example.com.bd তাহলে ইউজারনেম হবে examplecom

ডোমেইন যদি হয় example.net.bd তাহলে ইউজারনেম হবে examplenet

পাসওয়ার্ড ফিল্ডে আপনার রিসেট করা নতুন পাসওয়ার্ড দিন এবং Sign In বাটনে ক্লিক করুন।

আপনার ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রেরিত হবে, সেটি ইনপুট দিয়ে সাবমিট করুন লগিন সম্পন্ন করার জন্য।

ধাপ ৩ঃ

লগিন করা হয়ে গেলে পরের কাজগুলো আপনার প্রয়োজনমত করতে পারবেন। যেখানে আপডেট করা দরকার সেটা করে সেইভ করে নিলেই কাজ শেষ।

প্রয়োজনে আমাদের মাধ্যমে অর্ডার করতে করতে পারেন।

 

: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.

Facebook Fan Page

Recent Posts