Home » Hosting » নতুন ডোমেইন হোস্টিং ক্রায়ের পরে কি করবেন? এবং সার্ভারের বিবারন

নতুন ডোমেইন হোস্টিং ক্রায়ের পরে কি করবেন? এবং সার্ভারের বিবারন

Domain and hosting

উইন্ডোজ হোস্টিং (Windows Hosting)

যদি আপনি আপনার সাইট ASP(Active Server Page) Programming Language অথবা মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে তৈরী করে থাকেন তাহলে আপনাকে Windows Server এ হোস্টিং করতে হবে। যদিও উইন্ডোজ সার্ভারে PHP সাপোর্ট করে তবুও পিএই্চপির জন্য কেউ windows server ব্যবহার করেনা।

লিনাক্স হোস্টিং (Linux Hosting)

আর আপনি যদি আপনার ওয়েবসাইট PHP, MySQL বা এরুপ open source প্রযুক্তি ব্যবহার করে তৈরী করে থাকেন তাহলে Linux Server এ হোস্টিং করতে হবে।

একটি সাইট হোস্ট করানোর ধাপসমূহ

একটি ডোমেইন কিনলেন এরপর হোস্টিং প্যাকেজও কেনা হয়েছে এবার আপনার সাইট live করার পালা। মুলত ৩টি কাজ করতে হবে

১. হোস্টিং একাউন্টে প্রজেক্ট/সাইট আপলোড

২. ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে নেম সার্ভার পরিবর্তন

৩. সংশ্লিষ্ট কনফিগারেশন যেমন ডেটাবেসের কাজ থাকলে ডেটাবেস তৈরী করা, ওয়ার্ডপ্রেসের সাইট হলে ডেটাবেসে কিছু মান পরিবর্তন ইত্যাদি।

প্রয়োজন মনে করলে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন

: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.

Facebook Fan Page

Recent Posts