X

কিভাবে ডোমেইন অর্ডার করবেন?

Domain order

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করবো আপনি যদি একটি ডোমেইন কিনতে চান তাহলে সেই ডোমেইন কিভাবে ক্রায় করবেন? বা কিভাবে আমাদের কাছে অর্ডার করবেন? প্রথমে আপনি আমাদের ডোমেইনের Domain Search ওয়েব সাইটের আপনার ডোমেইনটি লিখে সার্চ দিয়ে দেখুন available আছে কিনা? যদি available  থাকে তাহলে আপনাকে প্রথমে পেমেন্ট কম্পিলিট করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন দেখুন এখানে Payment System (Method) ডোমেইন মূল্য ৮০০ টাকা। আপনার পেমেন্ট কম্পিলিট হয়ে গেলে এবার আপনার কাজ শুরু।

Step #01

Domain Available Search ভিজিট করুন এবং নিচের ঘরে আপনার পছন্দের ডোমেইন নামটি লিখুন মনে রাখবেন নাম লেখার ঘরে শুধু আপনার পছন্দের নাম লিখুন, extension লিখতে হবে না, মনে করুন আপনার ডোমেইনটি hphridoy.com তাহলে আপনি শুধু hphridoy লিখুন আর .com টা ডান পাশ থেকে আপনার পছন্দের extension টিক দিন এবার Go তে ক্লিক করুন

Domain Order #01

অথবা

Step #02

এরপরে আপনার সামনে সার্চ রেজাল্ট শো করবে, যদি আপনার পছন্দের লেখার ডোমেইনের সামনে unavailable লেখা আসে তাহলে বুঝবেন এটা আপনি পাবেন না, এটা পূর্বে থেকেই অন্য কেহ ব্যবহার করতেছে, আর যদি available লেখা আসে তাহলে বুঝবেন এটা কেহ ব্যবহার করে না, এটা আপনি ক্রায় করতে পারবেন।

Step #03

যদি available পাওয়া যায় তাহলে আপনার সার্চ দেয়ার ডোমেইনের ডান পাশে দেখুন Select অপশন আছে, সেখানে ক্লিক করুন। Select এ ক্লিক করার সাথে সাথে ডান পাশে দেখুন Checkout অপশন আসছে, সেখানে ক্লিক করুন।

Step #04

এবার আপনার যদি নিচের ছবির মত কোন মেসেজ আসে তাহলে No Thanks, proceed to checkout » ক্লিক করুন, আর না আসলে কিছুই করা লাগে না

এবার আমাদের ওয়েব সাইটে যদি পূর্বেই আপনার একাউন্ট থাকে তাহলে Sign in to place your order! অপশন থেকে আপনার রেজিষ্ট্রিকৃত ইমেলে এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং Step #06 থেকে দেখুন, আর যদি একাউন্ট না থাকে তাহলে Don’t have an account? অপশন থেকে নতুন একাউন্ট তৈরী করুন

Domain Order #04

Step #05

এবার ফরর্মটি আপনার তথ্য দিয়ে পূরন করুন, পূরন শেষে Create Account এ ক্লিক করুন।

Domain Order #05

Step #06

এবার Pay Offline এ ক্লিক করুন

Domain Order #06

Step #07

এবার আপনার কাজ শেষ, অর্ডার হয়ে গেছে

Domain Order #07

Step #08

এবার আপনার একাউন্টে প্রবেশ করতে উপরে আপনার নামের উপরে মাউস ধরুন তাহলে নিচে মেণু শো করবে সেখানে My Account এ ক্লিক করুন

Domain Order #08

Step #09

নিচের পিক্সার দেখুন

Domain Order #09

Step #10

এবারে আপনার অর্ডারকৃত ডোমেইনটি দেখতে পাবেন, কিন্তু এখানে দেখুন একটি গোল বৃত্ত আছে, এটা অনুজ্জ্বল, অনুজ্জ্বল থাকা অবস্থায় বুঝবেন আপনার ডোমেইনটি এখনও একটিভ হয়নি।

Step #11

যখন আপনার ডোমেইনটি একটিভ হবে তখন নিচের মত সবুজ দেখতে পাবেন।

 

Domain Order #11

ধন্যবাদ কষ্ট করে আমাদের লেখা পড়ার জন্য, কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমেইল admin@linuxhostlab.com ফোন: 01611744993/01511744993/01713566533.

লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকলে ক্ষমার সুন্দরদৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইলো।

How Order domain, How to domain order, domain order, কিভাবে ডোমেইন কিনবেন?, কিভাবে ডোমেইন ক্রায় করতে হয়? কিভাবে ডোমেইন কিনতে হয়? ডোমেইন ক্রায়ের পদ্ধতি, ডোমেইন কেনার পদ্ধতি

Categories: Domain
Article Writer:

View Comments (2)

Related Post