dot bd domain ক্রায়ের জন্য যে সকল ডকুমেন্ট দরকার
Article Writer | 1,903 View | Date: 16/01/2016 | Time: 3:05PM | Category: Domain,Dot BD Domain |
পচ্ছন্দের ছোট সুন্দুর ডোমেইন নেইম পাওয়াই যায় না আজকাল। কেউ যদি লোকাল বিজনেস বা দেশিয় ভিজিটরদের টার্গেট করে কোন ওয়েব সাইট করতে চান তাহলে .com.bd ডোমেইন নিয়ে কাজ করতে পারেন। com.bd ডোমেইন অনলাইন থেকে কেনা যায় না। com.bd ডোমেইন রেজিস্টার্ড প্রভাইডার হল বিটিসিএল তবে বিটিসিএল এর রিসেলার কিছু কম্পানি আছে যারা এই রেজিষ্ট্রেশন সার্ভিসটি প্রভাইড করে। .com.bd ও .edu.bd রেজিষ্ট্রেশন করতে চাইলে বিটিসিএল এর নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনপত্রটি জমাদিতে হবে বিটিসিএল মগবাজার কার্যালয়ে। আবেদন করার পূর্বে অনলাইন থেকে চেক করে দেখেনিতে পারেন আপনার কাংখিত ডোমেইনটি খালি আছে কিনা তা চেক করেনিতে পারেন এখান থেকে। আপনার আবেদন পত্রটি জমা দেয়ার ১/২ দিনের মধ্যে বিটিসিএল একটি ডিমান্ডনোট দিবে। ডিমান্ডনোট এর কপি সংগ্রহ করে ব্যাংকে গিয়ে ১৭২৫ টাকা জমা দিতে হবে। সোশাল ইসলামি ব্যাংক লিমিটেড এর ইস্কাটন রোডের শাখায়। ডিমান্ডনোটের দুইটা কপি ব্যাংক থেকে পেইড সিল দিয়ে দিবে এখান থেকে ডিমান্ডনোটের একটি কপি নিজের কাছে রেখে দিবেন অন্য কপিটি বিটিসিএল কার্যালয়ে জমা দিয়ে আসতে হবে। জমা দেয়ার ১/২ কার্যদিবসের মধ্যে এ্যাডভাইস নোট হয়ে যায়। এ্যাডভাইস নোট হয়েগেলে ডোমেইটি রেজিষ্ট্রেশনের জন্য সার্ভার রুমে পাঠানো হয়। কোন ঝামেলা না হলে ৪/৫ কার্যদিবসের মধ্যে .com.bd ও .edu.bd ডোমেইন রেজিষ্ট্রেশন করা যায়।
.com.bd ডোমেইনের জন্য প্রোয়জনিও কাগজপত্র
- .com.bd ডোমেইনটি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় তাহলে শুধুমাত্র ন্যাশনাল আইডির স্ক্যান কপি হলেই হবে।
- যদি ব্যাবসায়িক কাজের জন্য হয় তাহলে হালনাগাত করা ট্রেডলাইন্সের স্ক্যান করা কপি লাগবে।
- ডোমেইন যদি সংবাদপত্রের জন্য হয় তাহলে প্রেসক্লাবে নিবন্ধনের স্ক্যান কপি লাগবে।
- কোন বিদেশি নাগরিক বা বিদেশি কম্পানি যদি .com.bd ডোমেইন রেজিষ্ট্রেশন করতে চায় তাহলে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে।
.edu.bd ডোমেইনের জন্য প্রোয়জনিও কাগজপত্র
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ন্যাশনাল আইডির স্ক্যান কপি।
- শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদনের স্ক্যান কপি (অনুমোদন পত্রটি শিক্ষাবোর্ড দিয়ে থাকে)।
- শিক্ষাপ্রতিষ্ঠানের লেটারহেড বা প্যাডে সিল ও সাইনসহ ডোমেইন রেজিষ্ট্রেশনের আবেদন পত্র।
.com.bd ও .edu.bd ডোমেইন রেজিষ্ট্রেশন বিষয়ে কোন কনফিউসন থাকলে কমেন্ট করে জানাতে পারেন উত্তর দেয়ার চেষ্টা করব। কোন ইনফরমেসন বাদ থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন লিখায় যোগ করে দিব।
: .bd domain, .bd.edu domain, .com.bd domain. dot com.bd domain, bangladesh domain, bd country domain, dot bd domain, edu.bd domain, govt.bd domain, net.bd domain, required documents for new registration dot bd domain, ডট বিডি ডোমেইন, ডট বিডি ডোমেইন ক্রায়
.com.bd ও .edu.bd ডোমেইন রেজিষ্ট্রেশনে Registrant VAT/TAX Certificate টা কি একটু জানালে ভালো হতো?
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বা আপনি যেই কোম্পানির জন্য নিবেন, সেই কোম্পানির যে আপনি ভ্যাট দেন সেই ভ্যাট আইডি।
.edu.bd পাবার জন্য কিন্ডারগার্টেন স্কুলগুলো কিভাবে আবেদন করবে? তাদের শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন কে দিয়ে থাকে বা অনুমোদন সংক্ান্ত কি কাগজ দিতে হবে?